হোয়াটসঅ্যাপ মেসেজে দেওয়া যাবে রিঅ্যাকশন

0

লোকসমাজ ডেস্ক॥ জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের চ্যাটকে আরও আকর্ষণীয় করে তুলতে চায়। এবার মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপ মেসেজেও রিঅ্যাকশনের ইমোজি নিয়ে আসছে।
হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো। সেখানে দেখা গেছে, কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্য়াট এবং একক চ্য়াটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।
ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজে রিঅ্যাকশন দেওয়ার সুযোগ আসছে শিগগিরই। অর্থাৎ নিজের পাঠানো অথবা অন্য কেউ মেসেজ পাঠালে তাতে ইমোজি রিঅ্যাকশন দেওয়া যাবে। গ্রুপ চ্য়াটের ক্ষেত্রে কে কে কোন রিঅ্য়াকশন দিয়েছে তাও দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। এতে পুরো বিষয়টি দেখানো হয়েছে। কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্য়াট এবং একক চ্য়াটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কবে উন্মুক্ত করা হবে, তা এখনও জানা যায়নি।