পুরস্কারের টাকা আর উপহার নিয়ে বাদীর বাড়িতে তদন্ত কর্মকর্তা !

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও অভিযোগপত্র জমা দিয়ে তদন্ত কর্মকর্তা নিহত যুবকের পরিবারের সবার জন্য নিয়ে গেলেন উপহার। অল্প সময়ে আসামিদের গ্রেফতার ও অভিযোগপত্র দেওয়ায় পুলিশ সুপারের পক্ষ থেকে পাওয়া উপহারের পাঁচ হাজার টাকাও তিনি পরিবারটির হাতে তুলে দেন। মামলার বাদী নিহত যুবকের বাবা চাঁদ আলী বলেন, ছেলে চলে যাওয়ার পর মামলার সূত্রেই এসআই সাগর সিকদারের সঙ্গে তাঁর পরিচয়। এই পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ড ও ব্যবহারে তিনি মুগ্ধ হয়ে নিজের ছেলের জায়গায় তাঁকে স্থান দিয়েছেন। চাঁদ আলী জানান, মামলা তদন্ত করতে গিয়ে তিনি কখনো কাউকে হয়রানি করেননি। বরং সাধ্যমতো তিনি সহযোগিতা করেছেন।
গত ৬ জুন কালীগঞ্জ উপজেলার কলাবাগান থেকে চাঁদ আলীর ছেলে শাহিন আলমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। শাহিনের বালিয়াডাঙ্গা বাজারে লেদ কারখানা ছিল। ৫ জুন রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে হত্যা করে একটি কলাক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়। শাহিনের মৃত্যুর পর তাঁর স্ত্রী তানিয়া খাতুন ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন। তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এ্সআই সাগর সিকদার জানান, খুনিরা ঘটনার মোড় ঘোরাতে শাহিন আলমকে নগ্ন অবস্থায় ফেলে রেখেছিল। তবে টাকার ওপর রক্তের দাগ থেকে মাত্র সাত দিনের মধ্যেই তদন্ত কর্মকর্তা আলোচিত এই হত্যাকান্ডের মূল কারণ খুঁজে বের করেন এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া ওই দুই আসামি টাকা ছিনতাই করতে গিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেন। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বুধবার ওই দুজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। উপহার প্রসঙ্গে সাগর সিকদার বলেন, শাহিনের পরিবারটির যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা কারও পক্ষেই সম্ভব নয়। তবে মামলার অভিযোগপত্র জমা দিয়ে তাদের সান্ত্বনা দিতে তিনি উপহার নিয়ে গিয়েছিলেন।