বিভিন্নস্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

লোকসমাজ ডেস্ক ॥ গতকাল ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ দিন বিএনপির জেলা ও উপজেলায় বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল এবং শোভাযাত্রা।
সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত সংবাদ-

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের ঝিকরগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জামান রনি, আহবায়ক কমিটির সদস্য কাজী আব্দুস সাত্তার, এনামুল হক, ইসমাইল হোসেন সোহাগ, আশরাফুজ্জামান আশা, আবুল খায়ের, নুর মোহাম্মদ, শাহিন আহমেদ, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা আবু মুসা মিন্টু, সাবেক ছাত্রনেতা মোনাজ্জেল হোসেন লিটন, শাহাজান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, বিএনপি নেতা মোর্তজা এলাহী টিপু।


স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, কেশবপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ডাকবাংলো সড়কের অফিসে পৌর বিএনপির সাধারণ স¤পাদক আলা উদ্দিন আলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জুলফিকার আলী, যুগ্ম সাধারণ স¤পাদক নুরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক স¤পাদক কুতুব উদ্দিন বিশ্বাস প্রমুখ। অপরদিকে বিকেলে কেশবপুর শহরের থানার মোড়ের অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এ সময় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক স¤পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম শহিদ, রেজাউল ইসলাম প্রমুখ।

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) জানান, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মণিরামপুরে বুধবার বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এদিন দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরৈাচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান প্রমুখ। অপরদিকে পৌর শহরের দক্ষিণ মাথায় কৃষকদলের উদ্যোগে অনুরুপভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জিএম মিজানুর রহমান, প্রভাষক কফিল উদ্দিন আহম্মেদ, মোতালেব হোসেন, জাফর আহম্মেদ, মাহাবুবুর রহমান নাজিম প্রমুখ।


শার্শা (যশোর) সংবাদদাতা জানান, নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শার্শা উপজেলা বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে আটটায় শার্শা কামারবাড়ি মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু। বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক নূরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা রবিউল হোসেন।


চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে উপজেলা সদরের বেলা কিন্ডার গার্টেন মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনূচ আলী দফাদার। বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ সালাম, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মোবারক হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম ডবলু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা শফি উদ্দীন, আব্দুল হাই, আলী কদর প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শোভাযাত্রা বের হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বাসস্ট্যান্ড এলাকায় এসে শোভাযাত্রা শেষ করা হয়।


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, ঝিনাইদহে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শহরের অগ্নিবীনা সড়কে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শাহজাহান আলী। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মসিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান প্রমুখ। এদিকে শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির আহ্বায়ক অ্যাড. কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বিতরণ করা হয়।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৮টার দিকে বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অপরদিকে সকাল ১০টার দিকে মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন,একাদশ জাতীয় সংসদের ধানের শীষের প্রার্থী ও সদস্য সচিব মেহেদী হাসান রনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু প্রমুখ।


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সকাল ১০ টায় উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক অ্যাড. জি.এম আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, এসএম ইমদাদুল হক ও তুষার কান্তি মন্ডল। উপস্থিত ছিলেন, মোঃ আবুল হোসেন, সরদার তোফাজ্জেল হোসেন, সন্তোষ কুমার গাইন, মাহফুজুল হক টাকু, আবু মুছা, মেছের আলী সানা, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাহিদুর রহমান শহিদ, আব্দুস ছালাম মোড়ল, সজিব আক্তার সাগর, আমিনুর রহমান, মোঃ আসাদুল, মোঃ তাসলিমুর, মিনারুল ইসলাম, সিজার বাবু, মোঃ শাহাজান, মোঃ ইসমাইল, মোঃ আব্দুল্লাহ, বাচ্চু সানা, মোঃ ফয়সাল প্রমুখ।


সাতক্ষীরা সংবাদদাতা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শহরের আমতলা মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আমতলা মোড়স্থ গণমুখি ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। সংগঠনের সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শের আলী প্রমুখ।


স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) জানান, অভয়নগরে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মামাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। আলোচনা সভার আগে নওয়াপাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়। পরে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়পাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম মোলা, অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী সরদার ,অভয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দীন গাজী,যুগ্ম সম্পাদক জি এম বাচ্চু,নওয়াপাড়া পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান জনি, যশোর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস প্রমুখ।


তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরা তালায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সুভাশুনি এলাকায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, স্বেচ্ছাছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তির দাবি জানান।


ফুলতলা (খুলনা) অফিস জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপির যগ্মœ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এস এ রহমান বাবুল ও যুগ্ম সম্পাদক শেখ আবু হোসেন বাবু। জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা ওহিদুজ্জামান নান্না, আনোয়ার হোসেন বাবু, গাজী ফজলুল হক, জি এম শফিকুল ইসলাম, মোঃ বকতিয়ার হোসেন, আব্দুল হালিম, শফিক আহমেদ মেজবাহ, মাস্টার শহিদুল ইসলাম, মোল্যা তুষার হোসেন, মোঃ জাহিদ হোসেন, ইদ্রিস আলী মোল্যা, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।