চৌগাছায় বেশি দামে সার বিক্রির অভিযোগ

0

এম এ রহিম, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আমন মৌসুমে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। সার ডিলার ও ব্যবসায়ীরা সরকারি বিধি না মানায় বিপাকে পড়েছেন চাষিরা।  স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, চৌগাছা পৌরশহরসহ উপজেলার মাশিলা, কাবিলপুুর, আন্দুুলিয়া, পুড়াপাড়া, চাঁদপাড়া, ফাঁসতলা, পাতিবিলা, কয়ারপাড়া, সিংহঝুলী, আড়পাড়া, খড়িঞ্চা, সলুয়া, ধুলীয়ানী, পাশাপোল, নারায়নপুর ও হাকিমপুর বাজারসহ বিভিন্ন গ্রামের দোকানগুলোতে সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা। যদিও স্থানীয় খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলারদের কাছ থেকে তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে। তারপর শ্রমিক ও বহন খরচ ধরে দাম একটু বেশি পড়ছে।
পুড়াপাড়া গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, এ বছর তার ৫ বিঘা জমিতে আমন ধান রয়েছে। ক্ষেতে দেওয়ার জন্য পুড়াপাড়া বাজারের ইমদাদুল ইসলামের দোকান থেকে তিনি প্রতি বস্তা ইউরিয়া সার ১ হাজার টাকা দরে কিনেছেন। যার সরকারি দাম ৮শ’ টাকা। টিএসপি প্রতি বস্তা সরকারি মূল্য ১১শ’ টাকা হলেও ২১শ’ টাকা বস্তা কিনতে হয়েছে। তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীরা সারের কৃত্রিম সঙ্কট দেখিয়ে বেশি দামে কিনতে কৃষকদের এক প্রকার বাধ্য করছেন। বড়খানপুর গ্রামের কৃষক মুজাহিদ হোসেন ও মির্জা আলী বলেন, বাজারে টিএসপি ও ইউরিয়া সারের কৃত্রিম সঙ্কট দেখিয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, এ বছর তিনি ৩ বিঘা জমিতে আমন ধান করেছেন। তাকে সার বেশি দরে কিনতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘করোনাকালীন সময়ে কিছু সমস্যা হয়েছে। ইতিমধ্যে তা কেটে গেছে। বর্তমানে সারের কোন সঙ্কট নেই। উপজেলা সার ও বীজ মনিটারিং কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গোপনে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। কোন ব্যবসায়ী বেশি দামে সার ও নকল কীটনাশক বিক্রি করছে প্রমাণ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’