মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে বৃদ্ধকে মারপিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে আলী আহমেদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে মারপিট করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীর স্বজনেরা তাকে মারপিট করেন। এ ঘটনায় গত রোববার ৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। নির্যাতনের শিকার আলী আহমেদ মোল্লার ছেলে নওশের আলী মামলাটি করেছেন। আসামিরা হলেন, জঙ্গলবাঁধাল গ্রামের মোবারক মোল্লা (৪৭), তার ছেলে সোহেল মোল্লা (২৭), স্ত্রী রাশিদা বেগম (৪৫), মোশারফ মোল্লার স্ত্রী নুপুর বেগম (৪০) এবং ছেলে রানা (২২)।
নওশের আলী মোল্লার অভিযোগ, আসামি মোবারক মোল্লার শ্যালক লিটন ব্যাপারী গত ২৪ আগস্ট ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়। লিটন ব্যাপারীকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য আসামিরা তার পিতা আলী আহমেদকে সন্দেহ করতেন। এ জন্য তারা তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতেন। গত ২৬ আগস্ট তার পিতা আলী আহমেদ মোল্লা বাড়ি থেকে জঙ্গলবাঁধাল স্কুলের দিকে যাচ্ছিলেন। পথে আসামিরা তার পিতার ওপর আক্রমণ করেন। তারা তাকে মারপিট করেন। সংবাদ পেয়ে নওশের আলী মোল্লা ও তার স্ত্রী তহমিনা খাতুন (৪০), মা সখিনা বেগম (৫৫), ফুফু কাকলী বেগম (৪০), নাজমা বেগম (৪৩), ফুফাতো ভাই রাসেল এগিয়ে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করেন। এক পর্যায়ে আশেপাশের লোকজন এসে সেখানে জড়ো হলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যান।