রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা বিএফইউজের

0

কারাবন্দি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিএফইউজের সকল অঙ্গ ইউনিয়নের উদ্যোগে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। গতকাল শনিবার এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন ঘোষিত কর্মসূচিতে আহ্বান জানিয়ে বলা হয়, সংগঠনটির সাবেক সভাপতি রুহুল আমিন গাজী দীর্ঘ ১০ মাস কারাবন্দি। অসুস্থ এ শীর্ষ সাংবাদিক নেতার প্রাপ্য জামিন নিয়ে চলছে টালবাহানা। এ অবস্থায় তার মুক্তি আন্দোলন বেগবান করাছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যেক ইউনিয়নকে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রুহুল আমিন গাজীসহ কারাবন্দি সকল সাংবাদিকের মুক্তি ত্বরান্বিত করতে হবে বলেও বিএফইউজের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। -বিজ্ঞপ্তি