ভারতে পাচারের সময় শার্শা সীমান্তে ৩০টি ভিন্ন প্রজাতির কবুতর ও রাজহাঁস উদ্ধার

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ২৪টি ভিন্ন প্রজাতির কবুতর ও ৬টি রাজহাঁস উদ্ধার করেছে বিজিবি। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে এগুলো উদ্ধার করা হয়। গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল জানান, বিপুল সংখ্যক কবুতর ও রাজহাঁস পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গোগা সীমান্তে অভিযান চালান। এ সময় ছয়টি বিদেশি রাজহাঁস এবং ২৪টি বিদেশি সিরাজি কবুতর উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। উদ্ধার করা কবুতর ও রাজহাঁস খুলনা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। উদ্ধার করা কবুতর ও রাজহাঁসের বাজার মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি। উল্লেখ্য গত বুধবার একই সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮টি কাকাতুয়া পাখি উদ্ধার করা হয়েছিল।