দুই মেধাবীর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিলেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের দুই মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিলেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। খাঁন ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি নিয়ে তাদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেন তিনি। গতকাল মঙ্গলবার অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে ওই দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান।