করোনায় মৃত্যুহীন আরও একটি দিন যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ করোনায় মৃত্যুহীন আরও একটি দিন পার করলো যশোরবাসী। গতকাল বৃহস্পতিবার ২৪ ঘন্টার ব্যবধানে জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে যেমন কেউ মারা যাননি, তেমনি শনাক্তও হয়েছে কম। সব মিলে এদিনটি ছিলো যশোরবাসীর জন্য অনেকটা স্বস্তিদায়ক। চলতি বছরের এপ্রিলের শেষের দিকে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে দেশের অন্যতম সীমান্ত জেলা যশোরে। প্রথম দিকে জেলায় এই ভ্যারিয়েন্টে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কম থাকলেও তা মে মাসের শেষ থেকে বাড়তে থাকে। গত প্রায় আড়াই মাসে জেলায় করোনায় মৃত্যু কখনো ৫, আবার কখনও ৭ এমনকি সর্বোচ্চ ১৭ জনে গিয়ে দাঁড়ায়। সংক্রমণের হারও ৫০ শতাংশ অতিক্রম করে। তবে আগস্ট মাসের প্রথম দিক থেকে তা অনেকটা কমতে থাকে। আগস্টে তিন দিনে করোনায় মৃত্যু ছিলো শূন্য। এর আগে গত ১৫ আগস্ট ও ২৩ আগস্ট করোনায় কোনো মৃত্যু ছিলো না। সর্বশেষ গতকাল ২৬ আগস্টও যশোরে করোনায় মৃত্যুহীন একটি দিন ছিলো। কমেছে শনাক্তের হারও। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিলো ১০ শতাংশ। এর আগের দিন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যান ৬ জন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৬ শতাংশ।
যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৫৫ ও ইয়েলো জোনে ১৪ জন। গত ২৪ ঘন্টায় রেড জোনে নতুন করে ভর্তি হন ৬ ও ইয়েলো জোনে ৫ জন। গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয় যশোরের ৩১৫ টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মো. সেখ আবু শাহীন বলেন, করোনায় মৃত্যু নিয়ে আগাম কিছু বলা যায় না। তবে সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে আমরা অনেকটা ভালোর দিকে যাচ্ছি। সবসময় প্রত্যাশা সামনের দিনগুলো যেন আরও ভালোর দিকে যায়। তিনি বলেন, করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সবাইকে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে সবাই সচেতন থাকলে আমরা বিপদ থেকে মুক্ত থাকবে আশা করছি।