মনিরামপুরে অস্ত্র মামলায় চরমপন্থি দেবুসহ দুজনের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মনিরামপুর থানার অস্ত্র মামলায় হরিদাসকাটি ইউনিয়নের বহিষ্কৃত মেম্বার চরমপন্থি নেতা দেবু সরকারসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আদালতে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো। চরমপন্থি দেবু সরকার মনিরামপুর উপজেলার কুমারসীমা ব্রিজ এলাকার জনার্ধন সরকারের ছেলে ও মাসুদ হোসেন ভোমরদাহ গ্রামের কায়েম গাজীর ছেলে। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মনিরামপুর থানার পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে চরমপন্থি দেবু সরকারসহ ৬ জনকে আটক করে। এ সময় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।