বেনাপোল বন্দরে ছাড়পত্র ছাড়া অ্যাসিড আমদানির ঘটনায় তদন্ত কমিটি

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া বেনাপোল বন্দর দিয়ে টু-হুইলার পার্টসের মধ্যে অনিয়মতান্ত্রিকভাবে সালফিউরিক অ্যাসিড আমদানির ঘটনায় বুধবার দুুপুরে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড.নেয়ামুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য তিন সদস্য হচ্ছেন ডেপুটি কমিশনার অনুপম চাকমা, রাজস্ব কর্মকর্তা নঈম মিরন ও সহকারী রাজস্ব কর্মকর্তা মিলন হোসেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কাস্টমস ও বন্দর সূত্র জানায়, মিথ্যা ঘোষণা দিয়ে ৮৫০৭.২০.৯০ এইস’এস কোড ব্যবহার করে পার্টস অ্যান্ড অ্যাকসেসোরিস অব টু হুইলার ১২ ভোল্টের ব্যাটারি (ব্র্যান্ড এক্সসাইড) এর সাথে ঘোষণা না দিয়ে আলাদা পাত্রে বেশ কয়েকটি অ্যাসিডের চালান ছাড় করে নিয়ে গেছে একটি চক্র। দীর্ঘদিন ধরে এ চক্র এভাবে যথাযথ অনুমোদন ছাড়া সালফিউরিক অ্যাসিড নিয়ে আসছে। ইতোমধ্যে এ ধরনের প্রায় ২৫টি চালান এই বন্দর থেকে খালাস করে নিয়ে গেছে। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, অবৈধভাবে টু-হুইলার পার্টস আমদানির আড়ালে যারা গোপনে সালফিউরিক অ্যাসিড নিয়ে এসেছেন এ ধরনের বেশ কয়েকটি চালান আপাতত আটকে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুুপুরে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।