সিদ্ধার্থে মুগ্ধ রাশমিকা

0

লোকসমাজ ডেস্ক॥ দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ভূয়সী প্রশংসা করলেন এই অভিনেত্রী। কয়েক দিন আগে সিদ্ধার্থ অভিনীত ‘শেরশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমা দেখার পর মুগ্ধতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
রাশমিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘শেরশাহ’ সিনেমার একটি পোস্টার দিয়ে লিখেন—‘‘শেরশাহ’ সিনেমাটি দেখেছি। আপনার পরিবার এবং আমাদের নিরাপদ রাখার জন্য যারা কাজ করছেন তাদের আত্মত্যাগের জন্য টুপিখোলা সালাম। সিদ্ধার্থ তুমি সুপারস্টার। তোমাকে নিয়ে গর্বিত।’ এ সিনেমায় সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। তাকে নিয়ে রাশমিকা বলেন, ‘কিয়ারা আদভানি তুমি কী সুন্দর! তোমাদের রসায়ন দারুণ। অনেক অনেক ভালোবাসা।’
রাশমিকার প্রশংসার জবাব দিয়েছেন সিদ্ধার্থ। তিনি লিখেছেন, ‘ধন‌্যবাদ রাশমিকা।’ অন‌্যদিকে কিয়ারাও কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, ‘অসংখ‌্য ধন‌্যবাদ রাশমিকা।’
কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘শেরশাহ’। বিক্রম বাত্রার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্পই ফুটে উঠেছে এই সিনেমায়। গত ১২ আগস্ট থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে সিনেমাটি।
‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেছেন রাশমিকা। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। এটির প্রেক্ষাপট ১৯৭০ সাল। সিনেমাটিতে একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন এই অভিনেতা।
এর আগে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা মান্দানা বলেন, ‘শুটিংয়ে অনেক মজা হয়েছে। সিদ্ধার্থ এমন একজন সহ-অভিনেতা, যার সঙ্গে সহজে কাজ করা যায়। সেটে যখন থাকেন তিনি খুব মজা করেন। আমাদের সঙ্গে ক্রিকেট খেলেন। আমরা খেলাধুলা করি, হাসাহাসি করি। এক কথায় তিনি মানুষ হিসেবে অসাধারণ।’