যশোরে মানববন্ধন: সরকারকে অবৈধ আখ্যা বামগণতান্ত্রিক জোটের

0

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে এবং করোনা মোকাবেলায় ব্যর্থ দাবি করে সরকারের পদত্যাগের দাবিতে যশোর বামগণতান্ত্রিক জোট বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, মহামারী করোনার কারণে আজ দেশের জনগণ চরম দুর্বিষহ ও দুরাবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। একদিকে, জনগণ না খেয়ে, বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। অন্যদিকে, সরকার দলীয় নেতা-কর্মীরা জনগণের অর্থ লোপাট করে বিদেশে পাচার করে সেখানে সেকেন্ড হোম বানাচ্ছে। ভোট ডাকাতির সরকার তার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে ব্যস্ত রয়েছে। জনগণের দিকে ন্যূনতম কোন দৃষ্টিপাত নেই। কীভাবে ভিন্ন মতকে হত্যা করা যায় সেই অপচেষ্টায় সরকার লিপ্ত রয়েছে। আজ সরকার পুরোপুরিভাবে করোনা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।
সরকারে অবৈধ উল্লেখ করে বক্তব্য পদত্যাগ দাবি করেন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্ক সকলের টিকা নিশ্চিত, সকল হাসপাতালে শয্যা সংখ্যা, অক্সিজেন সরবরাহ, চিকিৎসক, সেবিকাসহ সব ধরনের জনবল মাঠ পর্যায়ে হাসপাতাল নির্মাণ এবং যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতাল চালু করা। খাদ্য সংকট নিরসনে রেশনিং ব্যবস্থা চালু করা, নগদ অর্থ সহায়তা ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা, টিকার আওতায় এনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং খুলনার রূপসায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটে জড়িতদের বিচার দাবি করেন। কর্মসূচিতে জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির জেলা কমিটির যুগ্ম সম্পাদক অ্যাড. আমিনুর রহমান হিরু, বাসদ নেতা আলাউদ্দিন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা পলাশ বিশ্বাস প্রমুখ।