যশোর ইন্সটিটিউট নির্বাচন সংস্কার ও উন্নয়ন সমিতির ইশতেহার ঘোষণা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর ইন্সটিটিউট নির্বাচনে ডা. আবুল কালাম আজাদ লিটু ও কবি কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন সমিতির প্রার্থীরা ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল সোমবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় প্যানেল লিডার ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, সংস্কৃতি হলো একটি জাতির প্রাণ প্রবাহের চিহ্ন। সে কারণে গৌরবময় এই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে ক্রীড়া, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশ ঘটাতে সকলে মিলে নিরলসভাবে কাজ করে যাওয়া। সংস্কার উন্নয়ন, কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে তাদের প্যানেল প্রতিশ্রুতিবদ্ধ। বিগত পরিষদ অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও ইন্সটিটিউটকে সম্পূর্ণ ঋণমুক্ত করে শক্তিশালী আর্থিক অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে ইন্সটিটিউটের লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি, তসবীর মহলের স্থান এবং মূল অবকাঠামো ঠিক রেখে মার্কেট নির্মাণ করবো। টাউন হলের মাঠে মেলা নয়, সকলের সম্মতিতে মেলা অন্য মাঠে স্থানান্তরিত, বিনোদন কেন্দ্রে রূপ দেয়া, ইন্সটিটিউটের সদস্যদের ডিজিটাল পদ্ধতিতে চাঁদা পরিশোধ, ভবনসমূহের উন্নয়নসহ বহুতল করার লক্ষ্যে কাজ করবো। পত্রিকা ও বই পাঠের জায়গা বিস্তৃত করা, গ্যারেজ নির্মাণ, বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার প্যানেলের ব্যবস্থা করবো। ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু, শিক্ষা, বিজ্ঞান, সমাজসেবা, সাহিত্য সঙ্গীত ও চিত্র শিল্পীদের বার্ষিক সম্মাননা প্রদানসহ নাট্যকলা বিভাগে বিশেষজ্ঞদের এনে প্রয়োজনভিত্তিক কর্মশালার আয়োজন, টাউন কাবকে খেলোয়াড় তৈরির সূতিকাগার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো। সিআরসিকে যথাযথ শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বই ব্যাংকের চতুর্থ তলায় সংস্কৃতি মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য কাজ করবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শফিকুজ্জামান, সাকির আলীসহ সকল প্রার্থী।