মাদক মামলায় হেলেনা জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

0

লোকসমাজ ডেস্ক॥ মাদক আইনে করা এক মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর। এছাড়া, তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী নিবন্ধন কর্মকর্তা এস এম জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল একই থানায় টেলিযোগাযোগ আইনে করা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। এছাড়া, তার বিরুদ্ধে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ মোট তিনটি মামলা এখনও চলমান।
হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। তবে, গত ২৫ জুলাই উপকমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়। গত ৩০ জুলাই রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র‌্যাবের অভিযানের পর ৩১ জুলাই ভোররাত সোয়া ১২টার তাকে আটক করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অভিযোগে তার বাসায় ওই অভিযান চালানো হয়। পরে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে চারটি মামলা করা হয়।