যশোরে করোনায় আবারও বাড়লো মৃত্যুর হার

0

স্টাফ রিপোর্টার ॥ করোনায় আবারও মৃত্যু বেড়েছে যশোরে। মঙ্গলবার জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গত তিনদিন জেলায় মৃত্যুর হার দুই’র মধ্যে সীমাবদ্ধ থাকলেও আবার মৃত্যু হার উর্ধ্বমুখি। তবে সংক্রমণের হার একটু কম ছিলো। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনায় মৃত্যুবরণকারী ৬ জনের বয়স ৩২-৯০ বছরের মধ্যে। তাদের তিন জন যশোরের এবং অপর তিন জন ঝিনাইদহের বাসিন্দা। তিনি বলেন, হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৭১ এবং ইয়েলো জোনে ২৩ জন। গত ২৪ ঘন্টায় রেড জোনে নতুন করে ভর্তি হন ৯ জন এবং ইয়েলো জোনে ১০ জন। এদিকে, যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানে যশোরের ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ শতাংশ। জেলা সিভিল সার্জন সেখ আবু শাহীন বলেন, করোনা সংক্রমণের কবল থেকে সবাইকে মুক্তি পেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা টিকা গ্রহণ করতে হবে। আমরা মনে করছি, জেলার করোনা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। এ অবস্থায় সবাইকে একটু সচেতন হলে আরও ভালো ফল পাওয়া যাবে।