মনিরামপুর খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে হামলা ভাঙচুর অভিযোগ, আহত ৬

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে হামলা মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা মিজানুর রহমানসহ ৬ জন আহত হন। আহতদের উদ্ধারের পর সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে আহতদের অভিযোগ। তবে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগে জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পৌরশহরের দক্ষিণমাথায় জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছার বাসভবনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম থালেদা জিয়ার ৭৬ তম জন্মদিন উপলক্ষে যুবদলের উদ্যোগে কেককাটা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এর উত্তরপাশে আওয়ামী লীগের দলিয় কার্যালয়ের সামনে গ্রেনেড নিক্ষেপ দিবসের অনুষ্ঠান চলছিল। উপজেলা যুবদল নেতা মিজানুর রহমানের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগের কতিপয় কর্মী লাঠি ও লোহার রড নিয়ে আচমকা হামলা চালিয়ে আসবাপত্র, শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে। এ সময় বাঁধা দিলে তারা মারপিটে আহত করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মীকে। পরে তাদেকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান, রাসেল হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, আনিচুর রহমান, স্বেচ্ছাসেক দল নেতা জাহাঙ্গীর হোসেন ও শফিয়ার রহমান। তবে ঘটনার সময় বিএনপি নেতা মোহাম্মদ মুছা উপস্থিত ছিলেন না। এ দিকে খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান জানান, ছাত্রলীগের কোন নেতাকর্মী হামলা করেনি। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।