চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষের পিতা ও এক বিএনপি নেতার মৃত্যু : অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটুর পিতা হাজী সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে (৮৫) ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নেয়ার পথে দুপুর ১ টার দিকে তিনি মারা যান। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ মাগরিব নিজ গ্রাম যাত্রাপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাসভবনে ছুটে আসেন। মরহুমের ছেলে অধ্যক্ষ মনজুরুল আলম লিটু জানান, গত ১২ আগস্ট তার পিতা সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন। যশোর ইবনেসিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্যের কোন উন্নতি না হওয়ায় রবিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। পথিমধ্যে ফরিদপুর মধুখালি পৌছালে তিনি মারা যান। মরহুম হাজী সিরজুল ইসলাম ঝিনাইদাহের কালিগঞ্জ সুগার মিলে চাকরি করতেন, ২০০৫ সালে তিনি অবসারে যান। তিনি যাত্রাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সামাদ আজাদ, মিজানুর রহমান খাঁন, অ্যাড. মো. ইসাহক, আলী হোসেন মদন, জেলা য্বুদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধু, জেলা স্বেচ্ছসেবক দলের সাধদারণ সম্পাদক ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এমএ সালাম, মাসুদুল হাসান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, যুগ্ম আহবায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চৌগাছা বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ এলাকার বিভিন্ন পর্যায়ের বহু মানুষ অংশ গ্রহণ করেন। একই দিন দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আবদুল হাকিম খাঁন (৬৩) ইন্তিকাল করেছেন, ইন্না লিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এদিন বাদ আসর নিজ গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। রাত সাড়ে ৭ টার দিকে নিহতের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ওই বাড়িতে আসেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় মরহুমের স্ত্রী নাসিমা বেগমসহ পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন। জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটুর পিতা হাজী সিরাজুল ইসলাম এবং হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল হাকিম খাঁনের মৃত্যুতে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।