কোভিড: দু’মাস পর মৃত্যুহীন যশোর

0

স্টাফ রিপোর্টার॥ দু’মাস তিনদিন পর করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য বলে জানিয়েছে যশোরের স্বাস্থ্য বিভাগ। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি জানান, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত যশোরে করোনাভাইরাসে কোনো মৃত্যু হয়নি। এছাড়া একই সময় জেলায় নতুন করে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এর আগে গত ১২ জুন যশোরে ছিল করোনাভাইরাসে মৃত্যু শূন্য ছিল। ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ জন ছিল বলে সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান।
সিভিল সার্জন গতকাল লোকসমাজকে বলেন, যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে। কয়েকদিন ধরে এ পরিস্থিতি অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা শূণ্যের কোঠায় নেমেছে। আক্রান্ত হয়েছে একেবারই কম। তিনি বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, মানুষ অনেক সচেতন হয়েছেন। তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন। মুখে মাস্ক ব্যবহার করছেন এবং যথাসম্ভব সামাজিক বা শারীরিক দূরত্ব নেমে চলার চেষ্টা করছেন। মেনে চলেছেন লকডাউন। এছাড়া ভ্যাক্সিনেশন কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে লোকজন টিকা নেওয়ায় তাদের ভেতর করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। যশোরে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩২ জন। আর মোট মৃত্যু হয়েছে ৪২০ জনের।