সাতক্ষীরায় করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে রোববার (১৫ আগস্ট) পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৮৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০০ জন। মৃতরা হলেন-আবদুল মাসুদ (৬৫), নিমাই দে (৪০), আবুল কামাল (৪৫), মারুফা খবির (৫২), জাহিদুল হোসেন (৬২), নুর ইসলাম (৪৫), সপ্তমী (৬০) ও রহিমা খাতুন (৮০)। জেলার করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।