পরীমনিসহ আরও ৫ জনের ৬ মামলা সিআইডিতে

0

লোকসমাজ ডেস্ক॥ চিত্রনায়িকা পরীমনি, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের আটটি মামলার তদন্তভার পাওয়ার পর আরও ছয়টি মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয়া হয়েছে। বুধবার (১১ আগস্ট) ডিএমপির চারটি থানায় হওয়া পৃথক পৃথক ছয়টি মামলার দায়িত্ব সিআইডিকে দেয়া হয়। সিআইডির হাতে যাওয়া ছয় মামলার আসামিরা হচ্ছেন- পরীমনি, হেলেনা জাহাঙ্গীর, মাসুদুল ইসলাম ওরফে জিসান, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, নজরুল ইসলাম রাজ ও শরফুল হাসান ওরফে মিশু হাসান।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তদন্তভার পেলেও মামলাগুলোর নথি এখনো সিআইডি পায়নি বলে জানান তিনি। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বলেন, ‘মডেল পিয়াসার সহযোগী মিশুর সাহায্যকারী জিসান ও পিয়াসের নামে একটি মাদক মামলা ছিল। যেটি সিআইডিতে তদন্তের জন্য দেয়া হয়েছে।’ ভাটারা থানায় মিশু ও জিসানের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়। চারটি শুরুতেই ডিবিকে তদন্তের জন্য দেয়া হয়। একটি মামলা প্রথম দফায় ডিবি থেকে সিআইডিতে দেয়া হয়। বাকি তিনটি মামলা ডিবি থেকে বুধবার সিআইডিতে হস্তান্তর করা হয়। গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘গত ৩০ জুলাই হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা হয়। যেগুলো ডিবি তদন্ত করছিল। আজকে সেখান থেকে একটি মামলা ডিবি থেকে সিআইডিতে দেয়া হয়েছে।’ বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলাটি আমাদের কাছেই ছিল। তবে মামলার দায়িত্ব সিআইডি কাছে গেছে শুনেছি।’