পরিবহন সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ ‘আল নাঈম এন্টারপ্রাইজ’ একটি পরিবহন কোম্পানির ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাসের সুপারভাইজার শুভেন্দু দাশের (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় কোম্পানির সহকারী পরিচালক সিদ্দিকুল ইসলাম বাবুল গত সোমবার বিকেলে তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন। অভিযুক্ত শুভেন্দু খুলনার পাইকগাছা উপজেলার কাজী মুছা গ্রামের রবীন দাশের ছেলে।
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া ফুলতলা এলাকার মৃত আয়ুব আলীর ছেলে সিদ্দিকুল ইসলাম বাবুলের অভিযোগ, অভিযুক্ত শুভেন্দু দাশ তাদের কোম্পানির একটি বাসের সুপারভাইজার। ৩-৪ বছর ধরে তিনি তাদের কোম্পানিতে বাসের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার কাছে কোম্পানির ৪টি বাসের আপডাউনের ক্যাশ ১ লাখ ৪০ হাজার টাকা, তেলপাম্পের বকেয়া ৪৮ হাজার টাকাসহ মোট ১ লাখ ৯৬ হাজার ৭শ’ টাকা পাওনা রয়েছে। গত ২১ জুলাই রাতে শুভেন্দু দাশ গাজীপুর থেকে বাস নিয়ে যশোরে আসেন। মুড়লি মোড়স্থ কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এলে তার কাছে পাওনা উল্লিখিত টাকা দাবি করেন সিদ্দিকুল ইসলাম বাবুল। এ সময় ‘খাবার খেয়ে আসছি’ এই কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান শুভেন্দু দাশ। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ কারণে টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।