খুলনায় ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

0

খুলনা ব্যুরো॥ খুলনা মহানগরীর গল্লামারী ও বানরগাতী এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বানরগাতী বাজারের মেসার্স অঙ্কীতা ফার্মেসিকে ১০ হাজার, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার, গল্লামারীর গাজী ফার্মেসিকে ৫ হাজার, মেসার্স মা মেডিকেল হলকে ৫ হাজার, মেসার্স মুক্তি ফার্মেসিকে ২ হাজার ও খান মেডিকেল হলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানিয়েছেন, মূল্য বিহীন ও মেয়াদুত্তীর্ণ ওষুধ রাখা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।