চৌগাছায় পারিবারিক কলহে কৃষকের আত্মহত্যা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় রবিউল ইসলাম (৬৫) নামে এক কৃষক ঘাস মারা বিষখেয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে তিনি এই বিষ খেয়ে করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেওয়ার এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
বল্লভপুর গ্রামের মেম্বর সাইফুল ইসলাম জানান, আগে থেকেই তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার রাতে পারিবারিক কলহের জেরে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীরা জানান তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। এক মেয়ে বিয়ে হয়ে গেছে। তিনি শ্বশুর বাড়িতেই থাকেন। বাড়িতে ছেলে আনিছুর রহমান ও তার স্ত্রী তার সাথে প্রায় খারাপ ব্যবহার করতেন। এমন কি তাকে দু‘বেলা ঠিকমতো খেতেও দিতো না। সে জন্য ছেলে ও বৌমার উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মুহিবুল ইসলাম জানান, হাসপাতালে তাকে ওয়াশ করে বেডে দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার যশোরে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে চৌগাছা থানার উপ-পরিদর্শক রাজেস দাস বলেন, মঙ্গলবার সকালে আমরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করি। ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন