প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসকের কাছে চিকিৎসাসামগ্রী হস্তান্তর

0

স্টাফ রিপোর্টার ॥ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসকের কাছে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্যে বাই পাম্প মেশিন, অক্সিজেন সিলিন্ডার, পিপিই মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি’র) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের পক্ষ থেকে পাওয়া এসব সামগ্রী যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান গ্রহণ করেন। চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের লে. কর্ণেল হাসান মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মো. ওমর ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, বিএনসিসি’র অফিসার ও ক্যাডেটরা।