চমকপ্রদ কয়েকটি ফিচার টেলিগ্রামে

    0

    লোকসমাজ ডেস্ক॥ করোনাকালে বেড়েছে ভিডিও কলের চাহিদা। স‌বচেয়ে বেশি বেড়েছে গ্রুপ ভিডিও কলে। অনলাইনল ক্লাস, বন্ধুদের আড্ডা থেকে অফিসের মিটিং- সবেতেই এখন ভরসা গ্রুপ ভিডিও কল। ফলে গ্রুপ ভিডিও কলের ফিচারে আপডেট আনছে বেশিরভাগ অ্যাপ। সেই একই পথে হাঁটলো টেলিগ্রামও।
    মেসেজিং অ্যাপ টেলিগ্রাম জানিয়েছে, এখন থেকে একসঙ্গে এক হাজার জন পর্যন্ত ভিডিও কল করতে পারবেন। এই গ্রুপ ভিডিও কলে সর্বোচ্চ ৩০ জন ইউজার মেসেজ ব্রডকাস্ট করতে পারবেন।
    ভিডিও মেসেজ পাঠানোর সময়ে আগের থেকে বেশি রেজ্যু‌লেশানে রেকর্ড হবে। সেই সঙ্গে ক্যামেরা জুমও করা যাবে।ভিডিও করার সময়ে ফোনে অন্য অডিও ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অন্য অ্যাপে কোনো গান বা মিউজিক চালিয়ে রিল ভিডিওর মতো বানাতে পারবেন। ভিডিও মেসেজ ফরোয়ার্ড ও রিওয়াইন্ড করা যাবে।
    নতুন আপডেটের পর এমনই সুবিধা মিলবে টেলিগ্রামে।