মহেশপুরে এক সপ্তাহে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে গত এক সপ্তাহে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন মোট ৩৯ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রোববার সকালে মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪৫) করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার পুন্দরপুর গ্রামের সরদারপাড়ার বাদলের স্ত্রী হোসনেয়ারা (৩৫), স্কুলপাড়ার মেম্বার আব্দুল মালেক (৬৫) ও বিশ্বাসপাড়ার জলিল মন্ডলের ছেলে সাইদুর রহমান (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ২৯ জুলাই সাড়াতলা গ্রামের সেরেস্তা আলীর ছেলে মাহাতাব উদ্দিন (৫৭) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৭ জুলাই ভোলাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে গ্রাম্য ডাক্তার হারুন অর রশিদ (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২৬ জুলাই একতারপুর গ্রামের মতিয়ার রহমানের মালয়েশিয়া প্রবাসী ছেলে গোলাম মোস্তফা (৪৫) মারা যান করোনায়। ২৫ জুলাই একতারপুর খানপাড়ার মুন্তাজ খানের স্ত্রী সদু বিবি (৭০) ও একইদিন বৈঁচিতলা গ্রামের ইজ্জত আলী (৬২) মারা যান। ২৪ জুলাই মহেশপুর জমিদারপাড়ার আব্দুর রহমানের ছেলে জিহাদ হোসেন (২১) যশোর কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া একই দিন রাখালভোগা গ্রামের শামছুল ইসলাম (৬০) বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।