দুই দিনব্যাপী কবিতা উৎসব সম্পন্ন সাহিত্য শুধু আনন্দের খোরাক নয়, মানুষকে সঠিক পথে চলতে পথ দেখায় : ড.ভাস্বর বন্দ্যোপাধ্যায়

0

স্টাফ রিপোর্টার ॥ সাহিত্য শুধু আনন্দের খোরাক নয়, দেশ ও মাতৃকার জয়গানের কথা বলে। মানুষকে বেঁচে থাকতে পথ দেখায়। বেঁচে থাকার স্বপ্ন দেখায়। মানুষকে সঠিক পথে চলতে পথ দেখায়। বিদ্রোহী সাহিত্য পরিষদে (বিএসপি) ভার্চ্যুয়ালি দুই দিনব্যাপী কবিতা উৎসবের শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী, লেখক, প্রশিক্ষক ড.ভাস্বর বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।
প্রধান অতিথি ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় বলেন, করোনাকালীন সময়ে কবি, সাহিত্যিক, গবেষকসহ সকল মানুষ যখন ঘরবন্দি অবস্থায় হাফিয়ে উঠেছেন, তখন বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর দুই দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজন করে সেই অবস্থা থেকে পরিবর্তনের পথ সৃষ্টি করেছে। আর এটা যশোর থেকে শুরু হলো। আমি বিশ^াস করি এ সাহিত্য উৎসব এবং তার চেতনা সারা বিশে^ ছড়িয়ে পড়বে।
ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সাহিত্য দেশের মুক্তির কথা, দেশের স্বাধীনতার কথা, মানুষের কথা বলে। স্বাধীনতা, স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে। কারাগারে থেকে সাহিত্য রচনা করে দেশের মুক্তির কথা, জনগণের আশা আকাঙ্খার কথা, জনতার কথা বলা যায় এবং দেশের স্বাধীনতার সময় তা বলা হয়েছে। এজন্য দ্রুত আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। সারা বিশে^র বাংলাভাষাভাষি কবিদের এক সাথে আনার কঠিন কাজ সম্পন্ন করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)।
স্বাগত বক্তব্যে বিশিষ্ট কবি ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান বলেন, করোনাকালীন সময়ে ঘরবন্দি অবস্থা থেকে মনোজগতকে সুস্থ রাখার জন্য আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজন করা হয়েছে। আগামীতেএ ধরনের আয়োজন অব্যাহত রাখার তিনি আশা প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে স্বাধীন আলো ডটকমের প্রকাশক ও সম্পাদক এবং যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, করোনাকালীন সময়ে মানুষ যখন স্তব্ধ হয়ে পড়েছে। তখন যশোর থেকে বিদ্রোহী সাহিত্য পরিষদ ভার্চ্যুয়ালে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজন করে কঠিন কাজ সম্পন্ন করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় বিদ্রোহী সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিডিয়া পার্টনার বহুমাত্রিক ডটকমের প্রধান সম্পাদক নেতাজী গবেষক আশরাফুল ইসলাম।
এর আগে শনিবার বিকেলে উৎসবের দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড মোল্লা আমির হোসেন. কবি আহমদ রাজু।
স্বদেশে এবং প্রবাসে কবি ও কবিতা বিষয়ে আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক শাহীন রেজা, কবি ও প্রাবন্ধিক সৌমিত বসু (ভারত), লেখক ও গবেষক অধ্যাপক শিবলী আব্দুল্লাহ (অস্ট্রেলিয়া) কবি ও প্রাবন্ধিক মৌ মধুবন্তী (কানাডা)
বাংলা কবিতার ভবিষ্যত বিষয়ে আলোচনা করেন গবেষক প্রফেসর আমিরুল আলম খান , কবি ও প্রাবন্ধিক সিদ্ধার্থ সিংহ (ভারত), কবি ও প্রাবন্ধিক তৌফিক জহুর , কবি ও প্রাবন্ধিক ড. সবুজ শামীম আহসান , কবি ও প্রাবন্ধিক শিমুল আজাদ। দুই দিনব্যাপী উৎসবে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাসহ ৭টি দেশের ১৯ জন আলোচক ও ১১৩ জন কবি অংশ নেন।