যশোরে এক করোনা রোগীর গর্ভের সন্তান মারা গেছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে এক মহিলা করোনা রোগীর গর্ভের সন্তান মারা গেছে। মৃত সন্তান প্রসবের জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন বলে তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তানজিলা (২০) নামে এ প্রসূতিকে গত ২৮ জুলাই হাসপাতালের ৩য় তলায় মহিলা করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ১৬ নং বেডে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রসূতির ভাই শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের আব্দুল আলী জানিয়েছেন তার বোন তানজিল ৪ দিন রেড জোনে ভর্তি রয়েছে। তার পেটের সন্তান মারা গেছে। তানজিলা কোভিড-১৯ রোগী না। ইবনেসিনা হতে পরীক্ষা করা হয় নর্মাল ডেলিভারির জন্যে চিকিৎসক ওষুধ দিয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান বলছেন, রোগীর শ্বাসকষ্ট ছিল। কোভিড-১৯ রোগী। রেডজোনে তার নর্মাল ডেলিভারি করার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। গাইনি চিকিৎসক ডা. ইলা মন্ডল জানিয়েছেন, তানজিলা কোভিড-১৯ রোগী। শ্বাসকষ্ট ছিল। রেডজোনে নর্মালে ডেলিভারি করার জন্য ওষুধ দেয়া হয়েছে। রক্তপাত যাতে না হয়। সে ব্যাপারে ওষুধ কিনে রাখা হয়েছে। সব ব্যবস্থা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. ইলা মন্ডল। তবে, কবে করোনায় আক্রান্ত তা তিনি বলতে পারেননি। তানজিলা যশোরের শার্শা উপজেলার টেংরানী গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।