নাম বদলে ‘টিকটক’ আবার ভারতে?

    0

    লোকসমাজ ডেস্ক॥ ভারতে নাম বদলাতে পারে ‘টিকটক’। দেশটির তথ্যপ্রযুক্তি আইন মেনেই ব্যবসা করার কথাও বলেছে প্রতিষ্ঠানটি। চলতি মাসের শুরুতে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে।গত বছর ভারত এবং চীনের সম্পর্কে অবনতির জেরে বেশ কিছু চীনা অ্যাপ বন্ধ হয়ে যায়। সেই তালিকার প্রথমেই ‘টিকটক’ এবং ‘পাবজি’র নাম ছিল।ভারতে ‘পাবজি’র ফিরে আসার চেষ্টা নিয়ে এরই মধ্যে নানা আলোচনা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ‘টিকটক’-এর নামও। জানা গেছে, ৬ জুলাই ‘টিকটক’-এর মালিক কোম্পানি বাইটডান্স আবেদন করেছে। নতুন আবেদনে বদলে ফেলা হয়েছে অ্যাপটির নামও।
    নাম বদলে ফেলা বলতে শুধুমাত্র বানান পরিবর্তন হবে। নামের উচ্চারণ একই থাকছে। ইংরেজিতে ‘টি-আই-কে-টি-ও-কে’ থেকে নতুন বানান হচ্ছে ‘টি-আই-সি-কে-টি-ও-সি-কে’।
    টিকটকের অনুপস্থিতিতে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো অ্যাপ একই ধরনের বিষয় নিজেদের অ্যাপে নিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু সেগুলোর কোনোটিই টিকটকের মতো জনপ্রিয় হয়নি।