যশোরে বিমান বাহিনীর খাদ্য সহায়তা

0

মহামারি কোভিড-১৯ মোকাবিলায় খাদ্য সহায়তা করেরছে বিমান বাহিনী। গতকাল শনিবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে দুস্থদের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, পিঁয়াজ, আলু, সাবান বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এবং বিমান বাহিনী একাডেমির কমান্ডেন্টসহ ঘঁিটির বিভিন্ন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
এক বিবৃতিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি এর দিকনির্দেশনায় এ বাহিনীর সদস্যরা বিভিন্ন ঘাঁটি থেকে ত্রাণ বিতরণ করে আসছেন। বিজ্ঞপ্তি