মনিরামপুরে পুলিশি অভিযানে পণ্ড হলো পশুহাট

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুহাট বসানো হচ্ছে। মঙ্গলবার কাকডাকা ভোর থেকে শুরু হয় এই পশুহাট। তবে সকাল আটটার দিকে পুলিশি হস্তক্ষেপে তা পন্ড হয়ে যায়।
সরকার লকডাউনের মধ্যে দেশব্যাপী পশুহাট না বসানোর নির্দেশনা জারি করে। প্রশাসনও এ ব্যাপারে বেশ কঠোর অবস্থানে রয়েছে। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় ব্যাপারী মনিরামপুর পৌরশহরের পশুহাটের নির্ধারিত স্থানের পরিবর্তে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনি ও মঙ্গলবার কাকডাকা ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত পশু (ছাগল) বেচাকেনা করে আসছিল। মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বেচাকেনা। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসন বেশ তৎপর হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের নির্দেশে পুলিশ সকাল আটটার দিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালায়। থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মুহূর্তের মধ্যে হাট ভেঙ্গে যায়। তবে পৌর কাউন্সিলর মোহাম্মদ আজিম জানান, উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে তাৎক্ষণিকভাবে পশুহাটের ইজারাদার ফারুক আহমেদ লিটনকে সাথে নিয়ে স্কুল মাঠ থেকে ব্যাপারীদের উচ্ছেদ করা হয়। তবে ইজারাদার ফারুক আহম্মেদ লিটন জানান, সরকারের নির্দেশনা মেনে জনস্বার্থে বৃহস্পতিবার থেকে পশুহাটের নির্ধারিত স্থানেই প্রতিদিন কেনাবেচা চলবে।