যশোরে করোনা রোগীদের জন্যে ছাত্রলীগের অক্সিজেন ব্যাংক চালু

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৪০টি সিলিন্ডার নিয়ে জেলা ছাত্রলীগের অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। ০১৯১২-৩৩১২৭৪ অথবা ০১৭২১-৪০৪৯৫০ নাম্বার কল দিলে এই ব্যাংক থেকে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নামের তন্ময়ের উদ্যোগে চালু হওয়া এই অক্সিজেন ব্যাংকের নাম দেয়া হয়েছে শেখ রাসেল অক্সিজেন। গতকাল জুমাবাদ আনুষ্ঠানিকভাবে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহজাদ হাসান জিহান, সাধারণ সম্পাদক শাহাদৎ হুসাইন রাসেল প্রমুখ। উদ্বোধন শেষে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন জবির পিয়াস সাংবাদিকদের বলেন, করোনার শুরুতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কার্যাক্রম চালু করা হয়েছে। এটা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বক্ষণিক আমাদের কর্মীরা উপস্থিত থাকবে। ব্যাংকের হট লাইনে কল আসলে মুমূর্ষু রোগীর বাড়িতে তাৎক্ষণিক তারা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আসবে। প্রথম অবস্থায় ৪০টি সিলিন্ডার নিয়ে ব্যাংকের যাত্রা শুরু হলেও এর সংখ্যা বাড়ানোর জন্যে আমরা কাজ করছি।