পৌরসভার কাজে এনজিওদের সম্পৃক্ত না করার দাবিতে কর্মচারীদের স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের করোনা টিকা প্রদান ও বর্জ্য ব্যবস্থাপনার কাজে এনজিওদের সম্পৃক্ত না করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর মধ্যে পরিচ্ছন্নকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। পৌর এলাকার গৃহস্থলীর বর্জ্য অপসারণে শ্রমিকদের আন্দোলনে ও পৌরবাসীর সমর্থনের কারণে বিগত মেয়র বর্জ্য ব্যবস্থাপনার কাজে এনজিওদের অংশগ্রহণ বাতিল করেন। সে সময় একটি চুক্তি হলেও বর্তমানে সেটি ভঙ্গ করে এনজিওদের দ্বারা কাজ করিয়ে আমাদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। এমনকি এর প্রতিবাদে আন্দোলন-সংগ্রাম দমন করার জন্যে সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়েছে। যে কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ। এটা দ্রুত নিষ্পত্তি না করলে সংকট তৈরি হলে এর দায় শ্রমিকরা বহন করবে না। নেতৃবৃন্দ সন্ত্রাসীদের অপতৎপরতা ও হুমকিদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এনজিওদের বর্জ্য ব্যবস্থাপনার কাজে সম্পৃক্ত না করার জোরদাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল হরিজন, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস প্রমুখ।