বিধিনিষেধেও শতাধিক লোকের সমাগম, বক্তৃতা করলেন মাহি বি চৌধুরী

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধে দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ (লকডাউন)। এ বিধিনিষেধে লোকসমাগম তো দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বেরোতে নিষেধ রয়েছে সরকারের। কিন্তু এ অবস্থার মধ্যেই শতাধিক লোকের অংশগ্রহণে এক অনুষ্ঠান হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। এতে অতিথির বক্তৃতা করেছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরী (মাহি বি চৌধুরী)।
রোববার (৪ জুলাই) বিকেলে শ্রীনগরের বালাশুর আলম প্লাজার ভাগ্যকূল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে ‘এসো রোজগার করি’ স্লোগানে একটি অনলাইন বিজনেস প্রোগ্রামের ব্যানারে এ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের একটি ভিডিও হাতে এসেছে।
ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে বহু মানুষ বসে আছেন। সামনে বক্তব্য রাখছেন মাহি বি চৌধুরী। তার বক্তব্যের বিষয়টি সুস্পষ্টভাবে বোঝা যায়নি।
এদিকে এমপি মাহি বি চৌধুরীর এ অনুষ্ঠানের খবর জানাজানি হতেই মুন্সিগঞ্জে আলোচনার ঝড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, দায়িত্বশীলতা দেখানোর এমন সময়ে এ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে প্রশ্নের মুখে ফেলেছেন এমপি।
অনুষ্ঠানস্থল আলম প্লাজার স্বত্বাধিকারী সামসুল আলম বলেন, ‘রোববার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এমপি মহোদয় আসার পরে অনুষ্ঠান শুরু হয়। তিনি ৪০ মিনিটের মতো থেকেছেন। তিনি আসবেন বলে রেস্টুরেন্ট খোলা রাখতে বলেছিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা বলেন, ‘বিষয়টি জানা নেই। এমপি মহোদয়ের দায়িত্ব অনেক বেশি। যদি আমরা বিষয়টি জানতাম, সেক্ষেত্রে তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা যেত।’
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ বলেন, ‘আমরা রাজনৈতিক, বিয়ে ও অন্যান্য সমাবেশ বন্ধ রাখতে জনসচেতনতা তৈরি করছি। এমপির সমাবেশের বিষয়টি আমাদের জানা ছিল না। পরে সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি।’
অনুষ্ঠান আয়োজকদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘যখন সমাবেশের বিষয়টি জানতে পারি তখন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। তাই এ বিষয়ে ব্যবস্থা নেয়া যায়নি।’
এ বিষয়ে বক্তব্য জানতে এমপি মাহি বি চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।