বিরতিতে নাজিরা মৌ

0

লোকসমাজ ডেস্ক॥ জানুয়ারি মাসেই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন অভিনেত্রী নাজিরা মৌ। শুরু করেন সংসার। যদিও খবরটা একটু দেরি করেই সবাইকে জানান তিনি। মৌ-এর স্বামী মিজানুর মুরাদ রহমান। পেশায় ব্যবসায়ী। তিনি যুক্তরাজ্যে থাকেন। বন্ধুদের মাধ্যমেই মুরাদের সঙ্গে মৌ-এর পরিচয়। সেটা বিয়ের ৫-৬ মাস আগে।
এরপর প্রণয় থেকে পরিণয় পর্যন্ত গড়াতে সময় লাগেনি। এখন তাদের সংসার কেমন কাটছে সে খবর জানতে চাইলে শুরুতে এ অভিনেত্রী বললেন, আলহামদুলিল্লাহ। ভালো যাচ্ছে। সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। তবে বিয়ের তো বেশিদিন হয়নি। নতুন সংসার। তাই গোছাতে সময় লাগছে। মডেলিং দিয়ে যাত্রা শুরু করা অভিনেত্রী ২০১৫ সাল থেকেই অভিনয়ে মোটামুটি নিয়মিত। কিন্তু চলতি বছর থেকে তাকে সেভাবে অভিনয়ে পাওয়া যাচ্ছে না। জানালেন, সংসারে সময় দিতে গিয়েই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। এছাড়া করোনার কারণেও সতর্কতা অবলম্বন করছেন। নাজিরা মৌ বলেন, লকডাউনে বাসার মধ্যে আছি। বিরতিতে আছি। দেখা গেল কাজ করতে গিয়ে কোভিড নিয়ে আসলাম। আমি তো আমার পরিবারের অন্য সদস্যদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। বিয়ের পর সর্বশেষ একটি নাটক ও প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’র শুটিং শেষ করেন তিনি। বর্তমানে সিনেমাটি সম্পাদনার কাজ চলছে। ডাবিংয়ের ডাকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।