আজ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, অসাম্প্রদায়িক রাজনীতিক, বিপ্লবী আদর্শের সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ১০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৫ জুলাই বেলা হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে খুলনার কপিলমুনি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৪৮ সালের ১ এপ্রিলে সাতক্ষীরা তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বলে জানান মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কয়েকবার কারা বরণ করেন। ১৯৭১ সালে তালা থানার মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নির্দেশনায় কপিলমুনি রাজাকার ঘাঁটি আক্রমণ ও সফলতা অর্জন করা হয়।
এদিকে তার মৃত্যু বর্ষিকী উপলক্ষে বিপ্লবী আব্দুস সালাম স্মৃতি পরিষদ, আব্দুস সালাম ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম বৃত্তি ও কল্যাণ ট্রাস্ট, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম স্মৃতি মিনার পরিষদের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।