করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করবে যশোর জেলা বিএনপি

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যশোর জেলা বিএনপি পরিচালিত ‘হেল্প সেল’-এর মাধ্যমে অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে ৬টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় সেখানে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা সংক্রমণের শুরুতে গত বছরের এপ্রিল মাসে যশোর জেলা বিএনপি ‘হেল্প সেল’ গঠন করে। যার মাধ্যমে অদ্যাবধি সাধারণ মানুষকে চিকিৎসা সহায়তা, করোনা পরীক্ষা ও হাসপাতালে ভর্তিতে সহযোগিতা, বিনামূল্যে ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, রোগীর বাড়িতে অক্সিমিটার পৌঁছে দেয়া, বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সংযোগ প্রদান ছাড়াও নানা সেবা দিয়ে আসছে দলটির নেতাকর্মীরা।
সর্বশেষ যশোরে করোনার ভয়াবহতায় যখন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে তখন দলের তরূণ নেতা যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ বিএনপির হেল্প সেলের মাধ্যমে প্রাথমিকভাবে ৬টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে শুক্রবার দলের জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের কাছে এ অক্্িরজেন সিলিন্ডার তুলে দেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, হাজী আনিসুর রহমান মুকুল, জেলা বিএনপি নেতা এহসানুল হক সেতু, পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, বিএনপি নেতা সুলতান আহম্মেদ, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর সহ বিএনপি ও অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির নেতারা করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা পেতে ০১৯১২ ৯৮৮২৯৫, ০১৭১২ ৯২৬৫৭২, ০১৭১৬ ৬৯৯৬৭০, ০১৭১৯ ৭২৯৪১২ মোবাইল ফোন নম্বরে কল করার জন্য আহ্বান জানান।