যশোরে ১০৪ দোকানিকে খাদ্য সহায়তা প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১০৪ জন দোকানিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ইউনিয়ন যুবলীগ গতকাল এ সহায়তা প্রদান করে। করোনা ও লকডাউনে দোকান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়তা করে নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগ। এ উপলক্ষে সদরের তালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির তুহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, জেলা তাঁতিলীগের সভাপতি রেজাউল ইসলাম, যুবলীগ নেতা তৌফিক আহমেদ, তৈয়ুব আলী, রাজু আহমেদ, রিপন হোসেন, টিপু সুলতান ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান প্রমুখ।