চৌগাছায় কঠোর লকডাউন পালন

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ কঠোর লকডাউনের প্রথম দিন সীমান্তবর্তী উপজেলা চৌগাছাতে কঠোরভাবে অতিবাহিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোর থেকেই সর্বদা সজাগ ছিলেন। বাজারের প্রতিটি সড়ক ছিল ফাঁকা। ওষুধের দোকান ও সবজির বাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাতিবিলা, দেবিপুরসহ বেশকিছু বাজার পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হক জানান, করোনার ভয়াবহ সংক্রমণরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছি। যশোর অঞ্চলে এই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা রাখার নির্দেশনা থাকলেও যশোরের সকল উপজেলাতে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা আসতে পারে।