কঠোর বিধি নিষেধ আরোপের প্রথম দিন যশোর শহরের বাইরে স্বাস্থ্যবিধি অমান্য করে দাপিয়ে বেড়িয়েছে ছোট ছোট বাহন

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষেধ আরোপের প্রথম দিনে যশোর শহরে ইজিবাইক চলাচল বন্ধ থাকলেও বাইরের সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়িয়েছে ছোট ছোট বাইন। সেখানে দ্বিগুণ ভাড়া নেয়ার পরও ছিল না স্বাস্থ্যবিধির বালাই। বাইক ভর্তি যাত্রী নিয়ে চলাচলের এমন দৃশ্য লক্ষ্য করা গেছে, শহরের বাইরের সড়কে। ফলে, জেলায় করোনা সংক্রমণের তীব্রতা ঠেকাতে কঠোর বিধি নিষেধ শহরের মধ্যে কার্যকর হলেও বাইরে কার্যকর হয়নি। যশোরে করোনা সংক্রমণের ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। করোনা সংক্রমণের তীব্রতা ঠেকাতে জেলা করোনা প্রতিরোধ কমিটি কঠোর অবস্থান নেয়। ২৩ জুন রাত ১২টা ১ মিনিট থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত জেলার অভ্যন্তরীণ সকল রুটে এবং আন্তঃজেলা বাস, ট্রেন ও সকল প্রকার গণপরিবহন অটোরিক্সা মোটরসাইকেল থ্রি-হুইলার বন্ধের আদেশ দেয়া হয়। কিন্তু গতকাল বুধবার কঠোর বিধি-নিষেধের প্রথমদিন শহরের মধ্যে ইজিবাইক চলাচল করতে দেখা না গেলেও মহাসড়ক অভ্যন্তরীণ সড়কে যাত্রী বোঝাই ইজিবাইক দাপিয়ে বেড়াতে দেখা গেছে। সাথে সীমিত আকারে ডিজেল চালিত মাহিন্দ্র বা থ্রি-হুইলার জাতীয় ছোট যানবাহন ও চলাচল করতে দেখা গেছে।সরেজমিনে, যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাটে গিয়ে দেখা যায় সড়ক দিয়ে যাত্রী বোঝাই ইজিবাইক চলাচল করছেও হরহামেশাই। সেই স্বাস্থ্যবিধির বালাই, চালক তার ডানে বায়ে যাত্রী বসিয়ে এবং ভেতরে চারটি আসনে ছয় জন যাত্রী নিয়ে চলছে। পুলেরহাট থেকে ঝিকরগাছা পর্যন্ত যাত্রী প্রতি নেয়া হচ্ছে ৩০ টাকা করে যেখানে বাসের ভাড়া ১৮ টাকা। আবার পুলেরহাট থেকে রাজগঞ্জ অভিমুখে ঠিক একইভাবে যাত্রী নিয়ে ইজিবাইক চলতে দেখা গেছে। সেখানে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। পুলেরহাট থেকে রাজগঞ্জের বাসের ভাড়া ৩৫ টাকা। ইজিবাইকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। একই দৃশ্য চোখে পড়ে যশোর খুলনা মহাসড়কে। সড়কের রাজারহাট মোড়ে গিয়ে দেখা যায়, অতিরিক্ত যাত্রী নিয়ে মণিরামপুর অভিমুখে বা মণিরামপুর থেকে রাজারহাটে ইজিবাইক চলাচল করছে। বাসের ভাড়া ২০ টাকার পরিবর্তে ৪০ টাকা নেয়া হচ্ছে। একই স্থান থেকে অধিক যাত্রী নিয়ে রূপদিয়া অভিমুখে ইজিবাইক চলছে। এসব সড়ক মহাসড়কে যে কেবলমাত্র ইজিবাইক চলছে তা নয়। ইজিবাইকের পাশাপাশি ডিজেল চালিত থ্রি-হুইলার বা অন্যান্য ছোট খাটো যানবাহন চলাচল সীমিত আকারে চলাচল করতে দেখা গেছে। এর বাইরে ভাড়ায় চালিত মোটরসাইকেল মোটরচালিত ভ্যান চলাচল করতে দেখা গেছে।