সোহানকে ঘিরে বড় আশা, প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশ সেরা উইকেট রক্ষকের তকমা অনেক দিন ধরেই তার নামের পাশে। ঘরোয়া ক্রিকেটে রানও করছেন নিয়মিত। সফরকারী দলগুলির বিপক্ষেও তার ব্যাটে রানের ফোয়ারা। কিন্তু জাতীয় দলের খুব কাছে থেকে স্কোয়াডে ঢুকতে পারছিলেন না। তাতে হতাশা বাড়ছিল তারও। কিন্তু দমে যাওয়ার পাত্র নন তিনি। হাল ছাড়তেও নারাজ। তাইতো নতুন উদ্যোমে শুরু হয় তার লড়াই। সেই লড়াইয়ে এবার জিতলেন সোহান। জাতীয় দলের জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটে তাকে দলে রেখেছেন নির্বাচকরা।
তাকে দলের রাখার কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,‘ওর সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন। আমরা ওকে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে নিয়ে গিয়েছিলাম। সেখানে টিম ম্যানেজমেন্টও যথেষ্ট খুশি ছিল ওর স্কিল সেশন, ওর অনুশীলন সেশনগুলোতে। আমরা নির্বাচক প্যানেলও ওর পারফরম্যান্সে সন্তুষ্ট। বর্তমান ফর্ম ও সব কিছু মিলিয়ে বিবেচনা করলাম ওকে অবশ্যই দলে নেওয়ার দরকার আছে।’
সম্প্রতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে উইকেটের পিছনে, ব্যাট হাতে এবং নেতৃত্বে নজর কেড়েছেন খুলনার এই ক্রিকেটার। জাতীয় দলের জার্সিতে নুরুল হাসান সোহান সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে। এখনও পর্যন্ত ৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। এবার নতুন করে সুযোগ এসেছে এই ক্রিকেটারের সামনে। আর সেই সুযোগটার সর্বোচ্চ ব্যবহার করতে চান। পারফর্ম করে দলে জায়গা পাকাপাকি করে নিয়মিতও হতে চান।
দল ঘোষণার পর সোহান বলেন, ‘আমি যদি একাদশে সুযোগ অবশ্যই চেষ্টা করবো নিজের শতভাগ দেওয়ার। বাংলাদেশ দলের হয়ে খেলা সবথেকে বড় গর্বের ব্যাপার। হয়তো টিম কম্বিনিশনের কারণে নিয়মিত হতে পারিনি, সেখান থেকে একটা আক্ষেপ তো অবশ্যই আছে। তবে সুযোগ যদি পাই, চেষ্টা করবো যাতে নিজের শতভাগ দিয়ে নিজের কাজটা ঠিকভাবে করতে। আর সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, দলের জয়ে নিজের অবদান রাখতে।’
জানা গেছে, সোহানকে নিয়ে ভিন্ন চিন্তা করছে নির্বাচক প্যানেল। তাকে ধারাবাহিক সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে চায় দল। দীর্ঘমেয়াদের জন্য তাকে থিতু করতে চায়। এজন্য সোহানের থেকেও ফিরতি পারফরম্যান্সের প্রত্যাশায়। মুশফিকুর রহিম ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন এমনটা ধরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। লিটন দলে নিয়মিত হলেও পারফরম্যান্স গড়পড়তা। শ্রীলঙ্কা সিরিজে তাকে বাদ দেওয়া হয়েছিল। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে মিথুনকে বাদ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে সোহানকে অন্তর্ভূক্ত করতে চায় দল।
মিনহাজুলের কথায় বোঝা গেল তাকে নিয়ে পরিকল্পনা করছে দল,‘ওখানে গিয়ে টিম ম্যানেজমেন্ট গিয়ে সিদ্ধান্ত নেবে তাকে কোথায় খেলাবে। কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা আশাবাদী, আত্মবিশ্বাসী ওকে কোনো একটা জায়গায় খেলানো হবে।’
অভিষেকের পর আসা-যাওয়ার মধ্যে থাকা সোহানের এবার সুযোগ পাওয়ার আক্ষেপ দূর হবে নিশ্চয়ই। সুযোগগুলিকে কাজে লাগাতে পারবেন কি ডানহাতি ব্যাটসম্যান। প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক।