একই দিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি-সুয়ারেজ

0

লোকসমাজ ডেস্ক॥ কাতার বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই গোলের নতুন এক রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজও একই রেকর্ড স্পর্শ করেছেন ঠিক তার আগের ম্যাচে মাঠে নেমে। লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে বসার কাজটি একই দিনে করেছেন দুই তারকা। যে রেকর্ডটা এতদিন এককভাবে দখলে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতামূলক ম্যাচ, অর্থাৎ কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ের গোলের হিসাবে এখন তিন তারকা সমান। তিনজনের গোলসংখ্যা এখন ৩৯। শুক্রবার ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকারের রেকর্ডে প্রথমে ভাগ বসান সুয়ারেজ। চিলির বিপক্ষে উরুগুয়ের বিতর্কিত ২-১ গোলের জয়ের পথে প্রথমার্ধে পেনাল্টি থেকে জাল খুঁজে পেয়েছিলেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। আলবিসেলেস্তেদের কষ্টার্জিত ১-০ গোলের জয়ের পথে নায়ক মেসিই। প্রথমার্ধে সুয়ারেজের মতো তিনিও লক্ষ্যভেদ করেন পেনাল্টি থেকে। আর ওই গোলটাই তাকে বসিয়েছে সুয়ারেজ ও রোনালদোর পাশে। মোট গোলসংখ্যায় কিন্তু আর্জেন্টিনা অধিনায়ক এগিয়ে রোনালদো ও সুয়ারেজ থেকে। মেসি আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৭১ গোল। ইকুয়েডরের বিপক্ষে খুব ভুগতে হয়েছে মেসিকে। গোটা ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষের ডি বক্সে বলে পা ছোঁয়াতে পেরেছেন তিনি। আর সেটাও হয়েছে ১৩তম মিনিটে পেনাল্টি কিকের সৌজন্যে! অবশ্য ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড দুটো ভালো সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু লাউতারো মার্তিনেজ সেগুলো কাজে লাগাতে পারেননি।