যুক্তরাজ্যে আরো ১০ হাজার কর্মী নেবে অ্যামাজন

    0

    লোকসমাজ ডেস্ক॥করোনা মহামারীতে অনলাইন কেনাকাটার হার বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে আরো ১০ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম টেক জায়ান্ট অ্যামাজন। খবর বিবিসি।
    ইংল্যান্ডের উত্তর ও দক্ষিণ দিকে আরো কিছু ওয়্যারহাউজ নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। যে কারণে এ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়োগের মাধ্যমে অ্যামাজন ক্যামব্রিজ, এডিনবার্গ, লন্ডন ও ম্যানচেস্টারে বেশকিছু করপোরেট পদেরও সৃষ্টি করছে।এ ব্যাপারে দেশটির বাণিজ্য সচিব কাওয়াসি কাওয়ারটেং বলেন, এ উদ্যোগ যুক্তরাজ্যের অর্থনীতির জন্য বড় পদক্ষেপ ও অর্জন।
    করোনা মহামারীর কারণে ঘরে থাকা অবস্থায় অনলাইন কেনাকাটায় ঝুঁকেছে গৃহবন্দি মানুষ। সেই অবস্থায় নিজেদের বাজারের বিস্তৃতি ঘটিয়েছে অ্যামাজন। কাজের পরিবেশ ও ট্যাক্স প্রদানের হার নিয়ে নানা আলোচনা-সমালোচনায় জর্জরিত অ্যামাজন বর্তমানে যুক্তরাজ্যের নিজেদের পরিধি বাড়াচ্ছে।
    নতুন ১০ হাজার কর্মী নিয়োগের মাধ্যমে চলতি বছরের শেষ দিকে যুক্তরাজ্যে অ্যামাজনের কর্মচারীর সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অ্যামাজন জানায়, যারা অপারেশনস বিভাগে কর্মরত, তাদের অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি প্রতি ঘণ্টায় ১৩ দশমিক ৬৮ ডলার এবং লন্ডনে ১৪ দশমিক ১০ ডলার প্রদান করা হয়। চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির আয় ৮১০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এক বছর আগেও যার পরিমাণ ছিল ২৫০ কোটি ডলার।
    প্রতিষ্ঠানটি তাদের ফ্যাশন, ডিজিটাল মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ভিডিও প্রডাকশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং ক্ষেত্রে অফিস নিয়োগ প্রদান করবে।
    কাজের শর্ত
    যুক্তরাজ্যে অ্যামাজনের ট্যাক্স প্রদান নিয়ে এখনো তদন্ত চলছে। যে কারণে ২০২০ সালের এপ্রিলে ডিজিটাল সার্ভিসে ট্যাক্স প্রদানের নিয়ম চালু করে। তবে অনলাইন খুচরা বিক্রির এ প্রতিষ্ঠানের দাবি যুক্তরাজ্যে তারা পরিপূর্ণ কর প্রদান করে আসছে।
    সম্প্রতি অ্যামাজন ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে একটি আইনি লড়াইয়ে জয় পেয়েছে। যেখানে তাদের ৩০ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ২৫০ ডলার কর প্রদানের কথা বলা হয়েছিল।
    গত মার্চে ইউনাইটেড ইউনিয়ন অ্যামাজনকে যুক্তরাজ্যের কর্মচারীদের জন্য নতুন চুক্তি প্রদানের দাবি জানায়। যেখানে তাদের ইউনিয়নের আওতাভুক্ত হওয়ার সুযোগ প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানের লভ্যাংশের ভাগ প্রদানের দাবি জানানো হয়। একই সঙ্গে ইউনাইটেড ইউনিয়ন অ্যামাজনে কর্মরতদের জন্য একটি গোপন হটলাইন নম্বর চালু করে। যেখানে ফোন করে কর্মচারীরা কাজের পরিবেশ সম্পর্কে তথ্য জানানোর সুযোগ পেত।
    ট্রেনিং সুবিধা
    দেশটির বাণিজ্য সচিব কাওয়াসি কাওয়ারটেং অ্যামাজনের এ উদ্যোগকে যুক্তরাজ্যের খুচরা বাজারে অন্যতম বড় বিনিয়োগ বলে আখ্যা প্রদান করেন। এতে দেশে বিশাল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানান তিনি।
    আগামী তিন বছরে পাঁচ হাজার কর্মীকে প্রশিক্ষণ প্রদানে ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। এ প্রশিক্ষণে কর্মীদের হিসাবরক্ষণ, এইচজিভি ড্রাইভিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখানো হবে। এডাল্ট এডুকেশন কোর্সগুলোর ক্ষেত্রে অ্যামাজন ৯৫ শতাংশ খরচ বহন করবে। চার বছরে যার পরিমাণ ৯ হাজার ৭১৬ ডলার।
    অঞ্চলভেদে কর্মক্ষম ও দক্ষ জনশক্তির সন্ধানে স্থানীয় চেম্বার অব কমার্স অ্যামাজনের সঙ্গে কাজ করবে।
    ব্রিটিশ চেম্বারস অব কমার্সের পরিচালক সেহভান হেভিল্যান্ড বলেন, স্থানীয় ব্যবসায়িক ক্ষেত্রে দক্ষতার যে অভাব রয়েছে সেটি পূরণের জন্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।