ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে হবে ঈদের প্রধান জামাত

0

বাগেরহাট সংবাদদাতা॥ ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৮টায় হবে ঈদের তৃতীয় জামায়। মুসল্লিদের আধিক্যের কথা বিবেচনা করে প্রতিবছরের মতো এবারও ষাটগুম্বজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড হ্যারিটেজ ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতে আগত মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে। ষাটগুম্বজ মসজিদ ছাড়াও বাগেরহাটের পুরাতন কোট মসজিদ ও আলিয়া মাদরাসা ঈদগা মাঠে সকাল সাড়ে ৭টা, শহরের রেলওয়ে জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার অন্যান্য মসজিদে সকাল সাড়ে ৭টার পর স্ব স্ব মসজিদেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবারের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগুম্বজ মসজিদে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার যেসব মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে সেখানেও এবছর তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী মুসল্লীরা ঈদের নামাজ পড়বেন। তবে ঈদের নামাজে আসা সকলকেই স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।