কলারোয়ায় শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে ঈদুল ফিতর উপলক্ষে শেষ মুহুর্তে জমে উঠেছে বেচাকেনা। মানুষের উপচে পড়া ভীড়ে বোঝাই যাচ্ছে না যে, করোনা ভাইরাস আছে কিনা। লকডাউন তো দূরের কথা, নূন্যতম স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা-বিক্রেতারা। অনেকের মুখেই মাস্ক আছে তবে সেটা থুথনিতে ঝুলছে, আবার কারো পকেটে বা হাতে। সামজিক দূরত্ব একেবারেই নেই।
সরেজমিনে, বেশি মানুষের সমাগম দেখা গেছে কলারোয়া বাজারে। এই বাজারে বেশকিছু বড় বড় খুচরা ও পাইকারি ছিট কাপড়সহ গার্মেন্টস পোশাকের দোকান রয়েছে। ঈদের বাকি ২/৩ দিন। শেষ মুহুর্তে কেনাকাটার জন্য বাজারের অলিগলি আর দোকানে মানুষের উপচে পড়া ভীড়ে পা দেয়ার জায়গা নেই। এছাড়া গ্রামের স্থানীয় বাজারগুলোতে চাহিদা অনুযায়ী সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। এলাকার বাজারগুলো ঘুরে দেখা গেছে, পুরুষের থেকে নারী ক্রেতাদের সমাগম বেশি। অধিকাংশ পোশাকের দোকানে মানুষের বিচরণ লক্ষণীয়। সারাদিনতো বটেই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা হতে দেখা গেছে দোকানগুলোতে। কয়েকজন ক্রেতা বলেন, ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনদের ঈদের জন্য কাপড় কিনতে এসেছি। মাস্ক পড়েই কেনাকাটা করছি। অন্যবারের তুলনায় এবার কাপড়-চোপড়-জিনিষপত্রের দাম একটু বেশি। এক বিক্রেতা বলেন, ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখছে না। একসাথে ভীড় করছেন। গতবছরের তুলনায় এবার বেচাবিক্রি ভালোই।