কেশবপুরের হনুমান চৌগাছায়!

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে কালোমুখো হনুমান। এ গাছ থেকে ও গাছ, আবার বাসা বাড়ির ছাদ কিংবা প্রাচীরের উপর তারা ছুটে বেড়াচ্ছে। এদিকে হনুমান দেখতে পেয়ে উৎসুক জনতা তাকে নানা ধরনের খাবার দিচ্ছেন। কখনও তারা স্বাভাবিক ভাবে মানুষের হাত থেকে খাবার নিচ্ছে আবার অনেক সময় ভয় দেখাচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন এই হনুমান চৌগাছায় আগে দেখা যায়নি। এদের অস্তিত্বের কথা কেশবপুরে বলে শুনেছেন তারা। ধারণা করা হচ্ছে করোনার সময়ে খাদ্য সংকটেপড়ে যশোরের কেশবপুর উপজেলা হতে বিরল প্রজাতির কালোমুখো হনুমানেরা এ অঞ্চলে চলে এসেছে। কেশবপুর থেকে চৌগাছার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।