চৌগাছা পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহের কাজ এগিয়ে চলছে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরবাসীর পানি সরবাহের জন্য নির্মিত হচ্ছে সুবিশাল পানির ট্যাংক ও পানি শোধনাগার। ইতোমধ্যে মেইন সড়কের পাশ দিয়ে পানির পাইপ লাইন বসানোর কাজও শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার দেশের ১৯ জেলার ৩০টি পৌরসভায় পানি ও স্যানিটেশন সুবিধার লক্ষ্যে ১ হাজার ৭৫১ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প হাতে নেয়। ৩০টি পৌরসভার মধ্যে ১টি হচ্ছে যশোরের চৌগাছা পৌরসভা। গত বছরের ৫ অক্টোবর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মীর আব্দুস শাহিদ। পৌরসভা চত্বরে নির্মিত হচ্ছে দ্বিতল ভবন। এ ছাড়া পৌরসভা চত্বরে স্থাপন করা হয়েছে প্রায় সাড়ে ৭শ ফুট গভীর একটি বোরিং। উপজেলা পরিষদের অভ্যন্তরে ও পানি শোধনাগারের পাশে অনুরুপ আরও দুটি বোরিং স্থাপন হয়েছে।