খুলনায় আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ

0

খুলনা ব্যুরো ॥ মহান স্বাধীনতা দিবসে দেশের কয়েকটি স্থানে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ এবং সরকারি দলের সন্ত্রসীদের তান্ডব ও নির্বিচারে গুলিবর্ষণে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।