মনিরামপুরের প্লাস্টিক কারাখানাটি বন্ধ করে দিল প্রশাসন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর পৌরশহরের মহাদেবপুরে জনবসতি এলাকায় গড়ে উঠা প্লাস্টিক কারখানাটি অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমতিপত্র না থাকাসহ নানাবিধ অনিয়মের দরুন বিশ্বাস প্লাস্টিক কারখানা বন্ধ করে দেন।এ নিয়ে লোকসমাজসহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় গতকাল।
পৌরশহরের মহাদেবপুর বটতলার পাশে আবাসিক এলাকায় বিশ্বাস প্লাস্টিক কারখানাটি নির্মান করা হয় ২০২০ সালের মার্চ মাসে। কারখানাটিতে মূলত প্লাস্টিকের পুরাতন বোতল এবং বিভিন্ন পণ্যসামগ্রি মেশিনে কচি করা হয়। এসব কুচি এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনুমতিপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দরুন কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।